পড়ুন চীনের কিছু মজার তথ্য যা সবাই জানে না এবং আপনাকে বিমোহিত করবে।
** টাকা পয়সা খরচ করলেই সাজা মওকুফ! অপরাধীর হয়ে হাজতবাস করবে অন্য ব্যক্তি। চীনের দাগী অপরাধীরা ধনী হলেই দেশ তাদের কাছে `স্বর্গরাজ্য`। যত দিনই হাজতবাসের নির্দেশ হোক, এমন লোকও চিনে ভাড়া পাওয়া যায়, যারা টাকার বিনিময়ে সাজা খেটে দেয়। চীনে এই রীতি বৈধ।
** বায়ু দূষণ চীনের নাগরিকদের কাছে অন্যতম বড় সমস্যা। সারা বিশ্বের ২৯ শতাংশ বায়ু দূষণের জন্য দায়ী চীন।
** চীনে যুক্তরাষ্ট্রের থেকে বেশি মানুষ শুধু ইংরেজিতে কথা বলেন। এটা আপাত ভাবে শুনতে বেশ ভালো লাগলেও, একটা দেশের পক্ষে বেশ লজ্জার। দেশীয় ভাষার অবক্ষয়। তবে সারা বিশ্বে সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা তাদের ভাষা মান্দারিন।
** পাখির বাসা দিয়ে তৈরি স্যুপ চিনে খুব জনপ্রিয়। যে কোনও অনুষ্ঠানেই ওই স্যুপ আবশ্যিক।
** দেহব্যবসা প্রায় সব দেশেই রয়েছে। কিন্তু চীনে বিক্রি হয় প্রেম! আপনি হয়তো বলবেন, আরে পয়সা থাকলেই তো সঙ্গী জোটে। না, চীনের বিষয়টা অতটা সহজ নয়। চীনে কয়েকটি ওয়েবসাইট রমরমিয়ে চলে, যেখানে ৩১ ডলার খরচ করলেই এক সপ্তাহের জন্য বান্ধবী ভাড়া পাওয়া যায়। গোপনে নয়, এসব চলে খোলাখুলি।
** বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে একটি সমীক্ষায় জানা গেছে, জনসংখ্যার বৃদ্ধির হার এতটাই দ্রুত যে, চীনের সব মানুষকে দাঁড় করিয়ে একটি সরল রেখা টানলে রেখাটি কখনই শেষ হবে না।
** সম্প্রতি চীনে এক ব্যক্তির পাকস্থলি পুড়ে মারা যায়। ডাক্তাররা ওই ব্যক্তির দেহ পরীক্ষা করতে গিয়ে পাকস্থলিতে একটি বড় আকারের ছিদ্র দেখতে পান। আসলে চিনের সবচেয়ে ঝাল ও মশলাদার স্যুপ `মালা স্যুপ` খেয়েই ওই ব্যক্তির পাকস্থলি পুড়ে গিয়েছিল।
** আবাসন শিল্পকে চাঙা রাখতে ও বৃদ্ধির হার বাড়াতে অতিমাত্রায় শহর বাড়িয়ে চলেছে দেশটির সরকার। যার ফলে এখন বেশ কয়েকটি চীনা শহর কার্যত ভূতুড়ে ও জনমানবশূন্য।
** চিনের ইয়াংসউ বিশ্বের অন্যতম নয়নাভিরাম জায়গা হিসেবে পরিচিত। এই জায়গা দাঁড়িয়ে দেখলে বোঝা যায়, চীনের উপর গরম বাতাসের একটা মোটা স্তর ছড়িয়ে রয়েছে।
** সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে চীনে মেধার বড়সড় ঘাটতি রয়েছে। সমীক্ষা বলছে, চীনের প্রতি ১০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা বা চাকরির জন্য বিদেশে গেলে ৭ জনই আর দেশে ফিরতে চায় না।
** `সেভেন ইয়ার্স ইন টিবেট` ছবির জন্য হলিউড তারকা ব্র্যাড পিট দীর্ঘদিন চীনে কাটিয়েছিলেন। শ্যুটিং শেষে ধিক্কার জানিয়ে বলেছিলেন, আর কোনও দিনও চীনে যাবেন না।
** বিশ্বের দীর্ঘতম যানজট হয়েছে চিনেই। সম্প্রতি বেইজিং থেকে মঙ্গোলিয়া যাওয়ার পথে একটি যানজটের স্থায়ীত্ব ছিল ১০ দিন। যানজটটি ৬০ মাইল দীর্ঘ ছিল।
** জন বিস্ফোরণের দিকে দ্রুত এগোচ্ছে চীন। নগরায়ন এত দ্রুত হচ্ছে যে, ২০১৫ সালের মধ্যে ১০টি নিউইয়র্ক সিটি ঢুকে যাবে চীনে। জনসংখ্যাও বাড়বে ৩৫০ মিলিয়ন।
** পৃথিবীর সবচেয়ে বড় পান্ডার বাস চীনে।
** চীনের এক ব্যক্তি সম্প্রতি তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। কারণ ওই ব্যক্তির স্ত্রী দেখতে খুব সুন্দরী। কিন্তু তিনি যে তিন সন্তানের জন্ম দিয়েছেন, তারা দেখতে তার মতো নয়। বেচারা স্বামী পরে জানতে পারেন, আসলে তাঁর স্ত্রী আগে খুব কুৎসিত ছিল। প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টিয়েছেন। সেই রাগেই বিচ্ছেদ!
** চীনে এমন দোকানও আছে, যেখানে ঘুম বিক্রি হয়। অর্থাৎ পয়সা খরচ করলেই ওই দোকানে ঢুকে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন।
** বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা হয় চীনেই। নদী থেকে দেহ সরানোর জন্য রীতিমতো লোক ভাড়া করতে হয়
সুত্র: মানবকণ্ঠ